হাইমচরে জাটকা নিধন বন্ধে জেলে নেতাদের হুশিয়ারি

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের  হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নে জাটকা মাছ নিধন বন্ধের প্রতিবাদে  জেলে প্রতিনিধি ও আওয়ামী মৎস্যজীবী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দিনগত রাতে চরভৈরবী ইউনিয়নের দক্ষিণ বগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

চরভৈরবী ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক শহিদ মিয়া আখন এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ আবু জাফর লিটনের সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান।

বক্তব্য রাখেন চরভৈরবী ইউনিয়ন আওয়ামী মৎস্য জীবীলীগের সদস্য সচিব দেলোয়ার হোসেন বকাউল, মহিউদ্দিন বেপারী।

এ সময় হাইমচর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ৬ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মানিক দেওয়ান বলেন, আমরা মৎসজীবিরা সরকারে ঘোষিত ২মাস ইলিশের অভয় আশ্রম কালে সরকার ঘোষিত আইন মেনে নদীতে কোনপ্রকার জাল নিয়ে নামবনা। আমরা চরভৈরবীর সকল জেলেরা এক হয়ে জাটকা নিধনকারী অসাধু জেলেদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাব।

তিনি বলেন, আমার প্রাণপ্রিয় জেলে ভাইয়েরা আমরা মাত্র দুটিমাস কষ্টকরে ৮মাস সুখ করবো। যদিও কিছু অসাধু নেতা ও প্রশাসনের ইঙ্গিতে বহিরাগত জেলেরা জাটকা নিধন করেই চলছে। আমরা তাদের বিরুদ্ধে দূর্বার প্রতিবাদ ও প্রতিরোধ গরে তুলবো। আপনারা সকল জেলে একহয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থকে পরিহার করে  দেশ,  জাতি ও নিজেদের বৃহৎ স্বার্থ অর্জন করবো।

উপস্থিত জেলেরা বলেন, আমরা চরভৈরবীর জেলেরা নদীতে জাল নিয়ে নামিনা। নীলকম নৌ ফাঁড়ি ও চাঁদপুর নৌ’ফাঁড়ি প্রাশাসনের বিশেষ দৃষ্টি আকর্শণ করছি, যেন আমাদের নদীতে বহিরাগত জেলেদের কোন স্বার্থের বিনিময়ে জাল ফেলার সুযোগ করে না দেওয়া হয়।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম