হাইমচরে চেয়ারম্যান পদে ১ জন ও সদস্য পদে ৩৭ জন মনোনয়ন ফরম জমা

হাইমচর (চাঁদপুর): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাইমচর উপজেলার ২ টি ইউনিয়নে মধ্যে ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী সর্দার আবদুল জলিল মাষ্টার, পুরুষ ও মহিলা সদস্য পদে ৩৭ জন প্রার্থী তাদের মননোয়ন ফরম সংগ্রহ করেন।

সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে হাইমচর উপজেলার নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ও জমা করা হয়।

হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন এদের মধ্যে ১ জন ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সরদার আব্দুল জলিল মাষ্টার মনোনয়ন ফরম জমা দিয়েছে, ইউপি সদস্য পুরুষ সদস্য ৩৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন এদের মধ্যে ১৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছে, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন এদের মধ্যে ৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছে।

৫ নং হাইমচর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন এদের মধ্যে কেউ মনোনয়ন ফরম জমা দেয়নি, সাধারণ সদস্য পদে ২২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন এদের মধ্যে ৯ জন মনোনয়ন ফরম জমা দিয়েছে, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন এদের মধ্যে ৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছে।

এ পর্যন্ত যারা মনোনয়ন ফরম জমা দিয়েছে তারা হলেন ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মোঃ মিজানুর রহমান শেখ, ৩ নং ওয়ার্ডে মোঃ বিল্লাল আখন, ৭ নং ওয়ার্ডে মাহবুবুর রহমান কাজী, ৫ নং ওয়ার্ড মোঃ জাকির হোসেন পাটওয়ারী, ২ নং ওয়ার্ডের মোঃ মোক্তার হোসেন দর্জি,মোঃ আবুল বাশার, ৭,৮ ও ৯ ওয়ার্ডের মহিলা সদস্য জাহানারা বেগম, হাইমচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোঃ রেহান উদ্দিন গোলদার, ৭ নং ওয়ার্ডের বাচ্চু হাওলাদার, ৮ নং ওয়ার্ডের মাহমুদ হোসেন মাল, ৯ নং ওয়ার্ডের সুলতান মাঝি, ১,২ ও ৩ ওয়ার্ডের আফরোজা মনোনয়ন ফরম জমা দিয়েছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম