হাইমচরে এমজেএস বালিকা উচ্চ বিদ্যােলয় ও কলেজ শিক্ষার্থীদের নবীন বরণ

হাইমচর (চাঁদপু): হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নপর ঐতিহ্যবাহী এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায়, বিদ্যালয়ের ভবনে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি এস এম আল মামুন সুমন সরদারের সভাপতিত্বে ও নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও হাইমচরের কৃতি সন্তান আমিনুল হক বাবুল সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুর রহমান বাবুল (মাষ্টার), বিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুব আলম, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম ফকির, ইউপি সদস্য পারভেজ হাওলাদার ,চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহসিন পাটওয়ারী, দাতা সদস্য সালাউদ্দিন, ইলিয়াস লিটন, নাজমা বেগম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক জাহিদ হোসাইন,সহ সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে সভাপতি এস এম আল মামুন সুমন তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য ও নিজেকে যোগ্য করে গড়ে তোলতে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। কলেজে স্মার্ট ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কলেজে আশার সময় সর্বদা ইউনিফর্ম পরিধান করতে হবে।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম