
হাইমচর (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর )সকালে উপজেলা বিএনপির আয়োজনে আলগী বাজারে সাধারণ সভায় উপজেলা বিএনপির সভাপতি আমানউল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ গাজীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খাঁন বাবুল।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই অবৈধ ফ্যাসিবাদ সরকারকে খুব শীঘ্রই আন্দোলনের মাধ্যমে ক্ষমতার মসনো থেকে হটাবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শাহজালাল মিশন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও হাইমচর উপজেলা বিএনপির সদস্য আবু তাহের পাটওয়ারী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ইসহাক খোকন, সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি, কোষাধক্ষ্য আবদুর রশিদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক বাবুল, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদল আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সদস্য সচিব আব্দুল মান্নান আখন, যুগ্ন আহ্বায়ক জিএম ফজলুর রহমান, সোলাইমান মিয়া, উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, মিলাদ হোসেন মাঝি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপনসহ বিএনপির অন্যান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাধারণ সভার পূর্বে উপজেলা বিএনপি’র সাবেক মৃত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে এবং বর্তমান কমিটির নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন হোসেন আনসারী।
ফম/এমএমএ/