
হাইমচর (চাঁদপুর): “মানুষ মানুষের জন্য, তবেই তো জীবন ধন্য” এ শ্লোগানে উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর পক্ষ থেকে অসহায়, হতদরিদ্র, অসচ্ছল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে প্রেসক্লাব নেতৃবৃন্দ। রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষ খুঁজে খুঁজে এ কম্বল পৌঁছে দিয়েছেন সাংবাদিকরা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।
উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ মাজহারুল ইসলাম শফিকের নির্দেশনায় হাইমচর উপজেলার গরম বাজার, চরভৈরবী, চরভাঙ্গা, কৃষ্ণপুর, রায়ের বাজার, ছোটলক্ষীপুর, নয়ানী, লামচরী, কাটাখালী, মহজমপুর, দক্ষিণ আলগী ও উত্তর আলগীর বিভিন্ন গ্রামসহ নদীতীরবর্তী শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপুর নেতৃত্বে রাতের আঁধারে এ কম্বল পৌঁছে দেওয়া হয় শীতার্ত মানুষের বাড়িতে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি মহসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক শরীফ হোসাইন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংবাদিক রুবেল হোসেন, প্রেসক্লাব সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ।
প্রেসক্লাব সভাপতি ফারুকুল ইসলাম বলেন- আমরা নিজেদের বাড়ীতে বিল্ডিং এ প্রচুর শীত অনুভব করি। কিন্তু নদী তীরবর্তী অসহায় হতদরিদ্র মানুষ এ শীতে কিভাবে দিনাতিপাত করছে, সে প্রশ্ন বিবেকে জাগ্রত হওয়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা এ কম্বল শীতার্ত মানুষের ঘরে পৌঁছে দিচ্ছি। উপজেলা জুড়ে আমাদের এ কম্বল বিতরণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে অঢেল অর্থ সম্পদের মালিক হতে হয় না। সুধু থাকতে হয় শীতার্ত অসচ্ছল হতদরিদ্র মানুষের দুঃখ দুর্দশা বুঝার মতো মন। আর সেখান থেকেই উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ এ কনকনে শীত উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। পরিশেষে তিনি অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সর্বস্তরের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ফম/এমএমএ/