
হাইমচর (চাঁদপুর): পবিত্র মাহে রমজানের শেষলগ্নে পিতার জন্য দোয়া চেয়ে হাইমচর উপজেলা ছাত্রলীগ নেতা হৃদয় জমাদারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মরহুম মোতালেব জমাদারের ছেলে মোঃ মোজাম্মেল হোসেন হৃদয় জমাদার উপজেলার প্রায় দুই সহস্রাধিক রোজাদারের জন্য এ ইফতার মাহফিলের আয়োজন করে।
২২ রমজান (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা সদর আলগী বাজার মোতালেব প্লাজায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আবু তালেব জমাদার বাবুর সার্বিক দিকনির্দেশনা ও মোজাম্মেল হোসেন হৃদয় জমাদারের পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ শাহ জাহান মিয়া, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আল মামুন সুমন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ মোল্লা, প্রচার সম্পাদক শাহ জালাল রাজু, সদস্য অনিক সরকার, খোরশেদ আলম আকিক, আল হেলাল ইনু, রাজ রাজেস্বর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন বিল্লাল প্রমূখ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেক আখন, মফিজ আখন, পরিবেশ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ভোলা মাঝি, ২নং আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাছির উদ্দিন বেপারী উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদ কোতওয়াল, আনোয়ার হোসেন ফাহিমসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/