চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে পুলিশের গাড়ী পোড়া মামলার আসামী যুবদল নেতা ফারুক মাঝিকে পুলিশের হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়ার মামলায় ৩ জন, সন্দেহজনক ৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের উপর হামলা, আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় রাতে অভিযান চালিয়ে এজহারনামীয় ফারুক মাঝি, মান্নান আখন, শফিক আখনসহ ৬ জনকে আটক করা হয়েছে। পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, সরকারি কাজে বাধা প্রদান মামলায় ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অভিযানে আটক আরো ৩ জনকে সন্দেহজনক হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
গ্রেফতারকৃত ৩ জন হচ্ছেন উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান (৪০), বিএনপি নেতা শফিক আখন (৫৫), যুবদল নেতা ফারুক মাঝি। উল্লেখিত ৩ জন ২০১৮ সালে সংসদ নির্বাচনে পুলিশের গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়ি পোড়ানো মামলার আসামি। আর আসামি ছিনিয়ে নেয়ার মামলায় গিয়াসউদ্দিন, মিজান খানসহ ৩ জন।
স্থানীয় সুত্র জানায় ৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন পরিষদ এলাকায় সালিশ বৈঠকে ওয়ারেন্টভুক্ত আসামি ফারুক মাঝিকে পুলিশ আটক করে।
এসময় উপস্থিত যুবদল নেতা মান্নান আখন, শফিক আখনের নেতৃত্বে বিএনপি যুবদল নেতৃবৃন্দ পুলিশের কাছ থেকে ফারুক মাঝিকে ছিনিয়ে নেয়। এঘটনায় রাতে পুলিশের ব্যাপক অভিযান চালিয়ে কমলাপুর গ্রামে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক এর বাড়িতে ঘেরাও দিয়ে ছিনতাই হওয়া আসামি ফারুক মাঝি, মান্নান আখন ও শফিক আখনকে আটক করে।
হাইমচর থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, নিয়মিত মামলার আসামী ফারুক মাঝি হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার পর রাতভর অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে।
ফম/এমএমএ/