হাইমচর (চাঁদপুর): চাঁদপুর হাইমচরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে এক অসহায় মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব নিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পুন্ন করা হয়েছে।
মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা- হোসাইন মিয়া (ভুট্টো), উপদেষ্টা- আখন মোঃ মিজানুর রহমান (ফাহিম), বোরহান গাজী, জাহাঙ্গীর গাজী, মাকসুদ আলম খান, সোবাহান গাজী, রাজু হাওলাদার, সুমন মাহামুদ, হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন, শরীফ হোসেন, হুমায়ুন কবির, স্বপন মিজি, আবুল বাশার বাবু, ফারুক কবিরাজ এবং প্রতিষ্ঠাতা,কে এম ফরিদ হোসেন (হৃদয়), আখন মোঃ শরীফ হোসেন, পরিচালক- জি এম রুবেল হোসেন, আখন মোঃ ইসমাইল, প্রতিষ্ঠাতা সদস্য- মহিউদ্দিন পাটওয়ারী(সাদ্দাম), দাতা সদস্য- মোহাম্মদ ফারুক কাজী, সুমন খান, আখন মোঃ রিয়াদ, সিদ্দিক ছৈয়াল সহ সংগঠনের সবার সুপরামর্শ ও আর্থিক সহযোগিতায়।
শুক্রবার (১৫ অক্টোবর) মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে হাইমচর উপজেলা মধ্য ভিঙ্গুলিয়া গ্রামের অসহায় পরিবারের মেয়েটির বিয়ের সমস্ত দায়িত্ব নিয়ে অন্যান্য বিয়ের মতো গায়ে হলুদ থেকে শুরু করে জমকালো আয়োজনে মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রশাসনিক উপদেষ্টা- মজিবুর রহমান কবিরাজ, প্রধান শাখার সভাপতি- কামরুল ইসলাম বাবু পাটওয়ারী, সাধারণ সম্পাদক- মমিন কবিরাজ, গাজীর বাজার শাখার সভাপতি- সৈয়দ আহমেদ গাজী, সহ-সভাপতি- হানিফ গাজী, আব্দুল মালেক, সোহেল আখন, প্রধান শাখার সাংগঠনিক সম্পাদক- সাদ্দাম কবিরাজ, হাসান মিজি, অর্থ বিষয়ক সম্পাদক- ফয়সাল মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক- আল-আমিন কবিরাজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- সিয়াম পাটওয়ারী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক- সবুজ ঢালী সহ সংগঠনের উভয় শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য হাইমচর উপজেলার মধ্য ভিঙ্গুলিয়া গ্রামের এক অসহায় পরিবার দরিদ্রতা ও আর্থিক সমস্যার কারণে মেয়েটির বিয়ে দিতে পরিবারটি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল খবর পাওয়ার সাথে সাথে মেয়েটির বিয়ের সমস্ত দায়িত্ব নেয় মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা।
ফম/এমএমএ/