
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের ইউপি সদস্য টেলু পাটোয়ারী তার নিজ বাড়িতে দুই শতাব্দিক অসহায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
ইউপি সদস্য টেলু পাটোয়ারী বলেন, আমি দক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সরকারি অনুদান মাত্র ১২ পিস কম্বল পেয়েছি। আমার এলাকায় অনেক গরীব মানুষ আছে, তারা এই শীতে অনেক কষ্ট পাচ্ছে তাই আমি আমাদের এলাকার ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছ থেকে সহযোগিতা নিয়ে দুইশত কম্বল অসহায় দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করি। আগামীতেও আমি আমার এলাকার অসহায় দুস্থ হতদরিদ্র পরিবারের পাশে থাকবো এবং সহযোগীতা করবো।
এ সময় উপজেলা প্রেসক্লাব অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসাইন, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব, গ্রাম পুলিশ সালাউদ্দিন, আঁখনজী জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।