হাইমচরের মাদকব্যবসায়ী সুমন বেগ গ্রেফতার

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ১৫পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন বেগ (৩৬) নামে মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নয়ানী লক্ষীপুর সাকিনস্থ জনৈক আবু তাহের পাটোয়ারী মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়।

সুমন উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের মৃত আব্দুর শুক্কুর বেগের ছেলে।

হাইমচর থানা পুলিশ জানায়, রাত ০২.১০ ঘটিকার সময় থানায় উপ-পরিদর্শক (এসআই) সহিদ উল্লাহ ও সংঙ্গীয় ফোর্সের সহযোগীতায় ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউপির নয়ানী লক্ষীপুর সাকিনস্থ জনৈক আবু তাহের পাটোয়ারী মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ সুমন বেগকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু এবং আদালতে সোপর্দ করা হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম