হাইমচরের মহসিন খানের প্রতারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় আদালতে মামলা

চাঁদপুর: চাঁদপুর হাইমচর উপজেলার ২ নং উত্তর আলগি ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের প্রতারক মহাসিন খানের অভিনব প্রতারণার শিকার হয়েছে অসহায় অনেক মানুষ। প্রতারণা করে মানুষের লাখ লাখ টাকা আত্মসাতের ঘটনায় আদালতে বেশ কয়েকটি মামলা হয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ চাঁদপুর শহর থেকে রাতের আধারে মোটরসাইকেল ছিনতাই করে নেওয়ার ঘটনায় ভুক্তভোগী রহমত বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

হাইমচর উত্তর আলগি ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের খান বাড়ির মৃত আব্দুল সত্তার খানের ছেলে প্রতারক মহাসিন খান।

অনুসন্ধানে জানাগেছে,  উপজেলা শিবিরের ক্যাডার মহসিন খান অভিনব কায়দায় তার পালিত সন্ত্রাসীদের নিয়ে অসহায় মানুষদের অপহরণ করে তুলে নিয়ে আটকে রেখে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তেমনি এক ঘটনা ঘটেছে শাহারাস্তি বাসিন্দা রহমতউল্লাহ সাথে। কিছুদিন পূর্বে রহমতউল্লাহ তার মোটরসাইকেল নিয়ে চাঁদপুর পুরান বাজার থেকে নতুন বাজার আসার পথে ব্রিজের উপর রাতের বেলায় এই প্রতারক মহাসিন খান তার লোকজনদের নিয়ে তাকে আটকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যায়। জোরপূর্বক তার কাছ থেকে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর রেখে সাথে থাকা মালিবাগের নগদ টাকা চেক সহ মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। পরবর্তীতে অসহায় ভুক্তভোগী রহমতের মোটরসাইকেলটি ছিনতাই করে মহসিন খান ও তার লোকজন পালিয়ে যায়। এই ঘটনাটি তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করে পরবর্তীতে আদালতে অভিযুক্ত লম্পট মোরশেদ খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এদিকে এই প্রতারক মহসিন খান ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পল্টি ফিট ব্যবসায়ী খালেদ শেখকে মাল দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। টাকার বিনিময় সিকিউরিটি হিসেবে প্রতারক মহাসিন খান দুইটি চেক দিয়ে চাঁদপুর থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। প্রতারক মহসিন খান পোল্ট্রি ফিডের মাল না দেওয়ায় অবশেষে সেই ঘটনায় ব্যবসায়ী খালেদ শেখ বাদী হয়ে আদালতে চেক ডিজঅনারের মামলা দায়ের করেন। তেমনি করে হাইমচর দক্ষিণ নয়ানি গ্রামের ব্যবসায়ী আবুল কালাম ছৈয়ালকে আটকে রেখে জোরপূর্বক অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে একই কায়দায় আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেয়।

এই প্রতারক মহসিন খান এভাবেই প্রতারণা করে অসহায় মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে বুড়ি বুড়ি অনেক অভিযোগ। হাইমচরের শিবিরের এই ক্যাডারের বিরুদ্ধে রয়েছে বেশ কয়েকটি নাশকতার মামলা। সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় রাম রাজত্ব কায়েম করে বিভিন্ন নাশকতা সৃষ্টি করে সরকার বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই প্রতারক মহসিন খানকে অতি দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান ভুক্তভোগী মহল।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম