হাইমচর (চাঁদপুর): চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর হাইমচরের দু’টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ২৫ নভেম্বর মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন। দু’টি ইউনিয়নের মধ্যে ৩ নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান সর্দার আব্দুল জলিল মাষ্টার মনোনয়পত্র দাখিল করেছেন।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে সমর্থকদের নিয়ে হাইমচর উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুনের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
সরদার আব্দুল জলিল মাষ্টার বলেন, আমি দুই মেয়াদে ১০ বছর চেয়ারম্যান হিসেবে আমার এলাকার মানুষের সেবা প্রদান করে এসেছি। জনগণের সেবা করার লক্ষে আবারো চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র দাখিল করেছি। আমি আশা করি আমার ইউনিয়ন জনগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে আগামী ২৩ ডিসেম্বর আবারও চেয়ারম্যান নির্বাচিত করবেন।
ফম/এমএমএ/