হাইমচর উত্তর আলগী ইউনিয়নে ওয়ার্ড বিএনপির যৌথ সভা

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নং আলগী উত্তর ইউনিয়নে ৪ নং ওয়ার্ড বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। আলগী উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে ৪নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সমন্বয়ে যৌথ সভার আয়োজন করা হয়।
রবিবার (২৪ নভেম্বর) বিকালে কমলাপুর দাখিল মাদরাসা মাঠে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
তিনি বক্তব্যে বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা মশৃণ ছিলোনা। অনেক চড়াঔ উতরাই পার করে গোপনে আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি। গত ১৫ বছর মানুষ ঠিক ভাবে ভোট দিতে পারেনি। গত ১৫ বছর আমরা মামলা হামলা জেল জুলুমে নির্যাতিত হয়েছি। পরিবারে কেউ বিএনপি করলে ঐ পরিবারে ছেলেমেয়েদের চাকরি হয়না। আওয়ামী লীগ আমলে যে সকল কাজ করেছে তা প্রয়োজনের তুলানয় অনেক বেশি বরাদ্দ দিয়ে তা লুটেপুটে খেয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতারা এতো পাপ করেছেন যে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। যেদিন তাদের পাপ শেষ হবে সেদিন তারা এই দেশে আসতে পারবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস মেহনতী, ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক নজির আহমেদ দেওয়ান, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান পাটওয়ারী’র সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, ওলামাদল সহ অন্যান সহযোগী সংগঠনের নেতারা।
ফম/এমএমএ/

মো. মহসিন মিয়া | ফোকাস মোহনা.কম