‘হাইমচরের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করবে’

হাইমচর থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

হাইমচর (চাঁদপুর): হাইমচর থানার আয়োজনে ওপেন হাউজ ডে  মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) দুপুরে অনুষ্ঠিত হয়।
 উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহিউদ্দিন।  হাইমচর প্রেসক্লাবের আহবায়ক মো ফারুকুল ইসলাম।
শুরুতেই হাইমচর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মহিউদ্দিন যথারীতি বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাগনকে ভুক্তভোগী জনগণের বিভিন্ন সমস্যা সমাধান কল্পে কি কি ধরনের প্রদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন হয়েছে/ করতে হবে সেই সংক্রান্তেও বিশেষ ভাবে আলোচনা করেন। এছাড়াও জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন হলো ওপেন হাউজ ডে , এর মাধ্যমে উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়।
এলাকার পরিবেশ আরও শান্ত রাখতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক কারবারি , শব্দ দূষণ সহ কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই আমাদের নজরে আনুন। বিশেষ করে নির্মাণাধীন স্থাপনায় কোনা প্রকার চাঁদাবাজির তথ্য সর্বাগ্রে অবগত করুন।
প্রেসক্লাবেরআহবায়ক মো ফারুকুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাজারে যানজট দুরি করন, সমাজের মাদক, চুরি ছিনতাই সহ নানান বিষয়ে সমস্যাগুলো তুলে ধরলে, উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন, যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন , হাইমচর প্রেসক্লাবের সদস্য মো মহসিন মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম, মোতাহের হোসেন স্বপন, কবির কোতয়াল, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ,পুলিশি সদস্যবৃন্দ সহ হাইমচর থানা এলাকার সকল শ্রেণী পেশার লোকজন।
ফম/এমএমএ/

মো. মহসিন মিয়া | ফোকাস মোহনা.কম