চাঁদপুর: চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটের হরিণা ফেরিঘাট অংশে বর্ষা ও শুষ্ক মৌসুমে ফেরিতে যানবাহন উঠা-নামায় বিঘ্ন ঘটায় সংস্কার কাজ করছে বিআইডাব্লিউটিএ’র প্রকৌশল বিভাগ।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে হরিণা ফেরিঘাট এলাকায় গিয়ে শ্রমিকদেরকে সংস্কার কাজ করতে দেখাগেছে। বেশ কয়েকজন শ্রমিক ফেরিতে যানবাহন উঠা-নামা করার রাস্তাটির মাটি কাটছেন এবং তাদের তাদের তদারকি করছেন একজন উপ-সহকারী প্রকৌশলী।
তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মো. ওমর ফারুক ফোকাস মোহনাকে জানান, বর্ষা মৌসুমে ফেরিতে যানবাহন উঠার জন্য গ্যাংওয়ের হাই লেভেলের সড়ক প্রয়োজন এবং শুষ্ক মৌসুমে প্রয়োজন ল-লেভেন। এখানে পূর্বে সবগুলোই ছিল ল-লেভেল। যার কারণে দু’টি গ্যাংওয়ে সড়কই এখন হাই এবং ল-লেভেল করা হচ্ছে।
তিনি আরো জানান, এটি আমাদের প্রকৌশল বিভাগের বাৎসরিক সংস্কার কাজের অংশ। এই কাজটি অথেনটিক ইন্টারন্যাশনাল নামে ঠিকাদারী প্রতিষ্ঠান করছে। কাজের তদারকি করা হচ্ছে বিআইডাব্লিউটিএ চাঁদপুর প্রকৌশল বিভাগ। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে একই কাজটি সম্পন্ন হবে। এরপর থেকে পানির সমানে ল-লেভেলে ফেরিতে যানবাহন খুব সহজে উঠানামা করতে পারবে।
এদিকে হরিণা ফেরিঘাটের ক্ষুদ ব্যবসায়ীরা জানালেন, পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। বিশেষ করে দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের মানুষ এখন পদ্মা সেতু ব্যবহার করে চলেন। যার ফলে চট্টগ্রাম থেকে এবং দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের যানবাহন হরিণা ফেরিঘাট দিয়ে আসে না। এসব কারণে হরিণা ফেরিঘাট এখনই খুবই নীরব।
ফম/এমএমএ/