হরিণাঘাটে যৌথ অভিযানে ২০০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে ফেরি থেকে ২হাজার কেজি জাটকা জব্দ করে। এ সময় জেলেরা অভিযানে থাকা টাস্কফোর্সের লোকদের উপর হামলা চালায়। পরবর্তীত হাইমচর কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান সম্পন্ন হয় এবং একজন জেলেকে হরিনা থেকে আটক করা হয়।

বুধবার (০৫ এপ্রিল) দিনগত রাতে এই ঘটনা ঘটে। রাত ১০টা হতে ভোর ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) এসব তথ্য জানান হাইমর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ।

অভিযানে থাকা একজন কর্মকর্তা জানান, হরিণাঘাট দিয়ে প্রচুর পরিমানে জাটকা পরিবহন হবে এমন গোপ সংবাদের ভিত্তিতে অভিযান করা হয়। হরিণা ঘাট এলাকায় গেলে জেলেরা আক্রমন করে। তখন হাইমচর কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হলে তারা দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পরে যৌথ অভিযান করে ২হাজার কেজি জাটকা জব্দ করা হয়। রাতেই জাটকাগুলো হাইমচর উপজেলায় অসহায় দু:স্থ ব্যাক্তি ও এতিমখানায় বিতরণ করা হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম