চাঁদপুর: চাঁদপুর কোস্টগার্ড বিশেষ অভিযান পরিচালনা করেন হরিণা ফেরিঘাট চট্টগ্রামগামী বাসে তল্লাশী চালিয়ে ২০ হাজার ১শ’ কেজি বিশাক্ত জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করেছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ মার্চ দিনগত রাতে বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর হরিনা ফেরী ঘাট এবং শরীয়তপুর আলু বাজার ফেরী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় একাধিক চট্টগ্রামগামী বাসের মধ্যে তল্লাশী করে প্রায় ২০ হাজার ১শ’ কেজি বিষাক্ত জেলি যুক্ত চিংড়ী জব্দ করা হয়।
তিনি আরোও বলেন, পরবর্তীতে জব্দকৃত বিষাক্ত জেলি যুক্ত চিংড়ী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট চাঁদপুর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার লেঃ মাশহাদ উদ্দিন নাহিয়ান এর উপস্থিতিতে মাটির নিচে পুঁতে বিনষ্ট করা হয়।
ফম/এমএমএ/