হত্যার বিচারের দাবিতে চাঁদপুরে কফিন মিছিল

চাঁদপুর: আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি ও গাজীপুরের ধীরাশ্রমে শিক্ষার্থীদের উপর নিশংস হামলার প্রতিবাদে চাঁদপুরে কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। কফিন মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও নাগরিক কমিটির সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরও আওয়ামী লীগের দোসররা এখনও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর যে নিশংস হামলা করা হয়েছে সেখানে বৈষম্য বিরোধী একাধিক ছাত্র গুরুতর আহত হয়েছে। এবং আবুল কাশেম নামের একজন শহিদ হয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে কফিন মিছিল শেষে চাঁদপুর শহীদ মিনারে খুন হওয়া আবুল কাশেম হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম