চাঁদপুর : চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠাই হয় এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন উন্নত ভুখন্ড পেয়েছি। আন্তজার্তিক ষড়য়ন্ত্রে মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো। এ হত্যাকান্ডের মূল মাস্টারমাইন্ড ছিলো জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগের নাম ও নিশান মুছে ফেলতে চেয়েছিলো। কিস্তু আওয়ামী লীগ এদেশের গণমানুষের দল, তাই আওয়ামী লীগকে মুছে ফেলতে পারি নাই। আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের প্রতিটি সেক্টরে উন্নত করেছে।
শুক্রবার (২১ জুন) রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অন্তত সুন্দর ও ঘনঘটার মধ্য দিয়ে আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো। আওয়ামী লীগ অফিসকে আমরা পবিত্র স্থান মনে করি। যার যার অবস্থান থেকে আগামী ২৩ জুন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো।
জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
সভায় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, বাবু সন্তোষ দাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড, রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইমলাম মিয়াজি, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/