চাঁদপুর: চাঁদপুরে নিহত কলেজছাত্র সামির ইয়াসিন সুশানের (২০) পরিবারকে সমবেদনা জানাতে ছুটে গেলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি ।
মঙ্গলবার (১৯ এপ্রিল ) বিকেলে শহরের প্রফেসর পাড়ায় সুশানের বাসায় গিয়ে তার বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সমবেদনা জানান শিক্ষামন্ত্রী।
এসময় সুশানের বাবা-মা ও পরিবারের সদস্যরা শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ।
উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল,সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১৬ এপ্রিল মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে ১৭ এপ্রিল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কলেজ ছাত্র সামির ইয়াসিন সুশান।
ফম/এমএমএ/