স্রষ্টার শ্রেষ্ঠ দান

কবি-মোঃ সালাহ্উদ্দিন হাজরা

নারী আমার মা আমার বোন
নারী আমার স্বজন,
নারীর মাঝেই কোমলতা
নারীময় গগন।
নারীর সাথে বাঁধা নাড়ি
নারী দেখালো ধরণি,
নারী ফুটালো মানব ফুল
নারীময় প্রেমের বাণী।
নারী পুরুষের উত্তম সঙ্গী
নারীতে জগৎ বন্দি,
নারী অনন্য প্রেরণার বার্তা
নারী মনের সন্ধি।
নারী রহস্যের আধার
নারী সভ্যতার বাহন,
নারী সৌন্দর্যের প্রতীক
নারী কাব্যের গাউন।
নারী সান্ত্বনার এক চাঁদ
নারী আশ্রয় ছাদ,
নারী জীবন চলার মঞ্চ
নারীহীন সব বরবাদ।
নারী রঙিন স্বপ্ন ঠিকানা
নারী গল্পের প্রাণ,
নারী বিশ্বের এক বিস্ময়
নারী স্রষ্টার শ্রেষ্ঠ দান।
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু)’ গ্ৰুপ
চাঁদপুর সদর, চাঁদপুর
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০

ফোকাস মোহনা.কম