
একজন সজ্জন মানুষ ব্যক্তিত্ববান নেতা মুজিব আদর্শের অকুতোভয় দুঃসাহসী সন্তান খুব কমই চোখে পড়ে আজকাল! স্যারের শরীরটা অনেক দিন ধরেই ভালো নেই জানি, কদিন পরপর স্যারের শরীর খারাপ থেকে খারাপ হয়ে পড়লে পিজি হাসপাতালে ভর্তি হয়। একটু সুস্থ হলে ফিরে যায়। আজ যখন সন্ধ্যার পর পিজি হাসপাতালে যাই স্যার ঘুমে। শাকিল হাসি মুখে বললো ডেকে দিবো? বললাম না। স্যারের ঘুমটা জরুরি, ডেকে দেয়া দরকার নেই।
স্যার ২০০১ পরবর্তী সময়ে যখন কচুয়া উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন, তখন বিএনপি জামাত জোট সরকারের সময় কত অপমান নিরবে সয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সহযোগিতা করেছেন, তার হিসেব আজ আর কেউ নেয় না! স্যারের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কচুয়া বাজারে! স্যার কাউকে কিছু বলেন না!
স্যারের শ্বশুর ছিল এক সময়ের চেয়ারম্যান। বলা চলে কচুয়ার অঘোষিত সম্রাট আলহাজ্ব নাছির উদ্দিন মোল্লা। হজ্ব করে আসার পর কারও সাথেই নছা মোল্লা কথা বলে না তেমন একটা! আছরের নামাজ পড়ে এসে বন্ধ দোকানের সামনে বসে থেকে চলে যেতো! কাউকে কিছু বলতো না! অথচ এক সময় এমনও ছিল নছা মোল্লার ভয়ে এক ঘাটে জল খেতো বাঘে-হরিনে! একটা শব্দ করার সাহস কেউ করতো না! আর আজ সেই নছা মোল্লার ঘর বন্ধ বাজারের উপর! ভাবা যায় ?
মানুষ একটা পদের জন্য কতই না কত কি করে? শহিদ বিএসসি স্যার কে দেখেছি তখনকার এমপি স্যারের সাথে বনিবনা হয় নাই এই জন্য কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পদবী ছেড়ে নিজে নিভৃতে চলে গেল রাজনৈতিক ময়দান থেকে! ভাবা যায়? স্যার চাইলে আর আট দশজন নেতার মতো সম্পদের পাহাড় করতে পারতেন, কিন্তু না! আদর্শিক জায়গা থেকে এক চুলও নড়েন না স্যার! বুঝাই যায় স্যারের অনাড়ম্বর চিকিৎসা দেখে !
আজ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়! হুটহাট করে নেতা হওয়া কত নেতারা হাঁচি কাশি হলে চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর চলে যায়! আর পোড় খাওয়া মুজিব আদর্শের অকুতোভয় দুঃসাহসী সন্তানরা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে সরকারি কোন না কোন হাসপাতালে! স্যারের এক মাত্র সহায় সম্বল বলতে উপরে আল্লাহ আর একমাত্র মেয়ের জামাই! জসিম ভাই ও একটা কলেজের শিক্ষক। সামর্থ্যের চেয়েও বেশি চেষ্টা করে শ্বশুরের জন্য।
স্যারের এই অবস্থায় আমাদের কি কিছুই করার নেই! আওয়ামী লীগ আজ এতো এতো বছর সরকারে! যাঁদের শ্রমে ঘামের উপর আজ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত! তৃনমুল পর্যায়ের এই নেতার জন্য আওয়ামী লীগ কি আরও উন্নত চিকিৎসার দায়িত্ব নিতে পারে না? জীবন ভর যে নেতা শিক্ষকতার পাশাপাশি মুজিব আদর্শের বীজ রোপণ করে গেছেন জীবন ভর! জীবন সায়াহ্নে আমাদের কাছ থেকে এবং দলের কাছ থেকে স্যার কিছু পাওয়ার দাবি রাখে না ?
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
লিখেছেন: ইকবাল আজিজ শাহীন
সাধারণ সম্পাদক, কচুয়া পৌরসভা আওয়ামী লীগ
কচুয়া, চাঁদপুর।