স্যারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা…

প্রিয় শিক্ষাগুরু
—-এস ডি সুব্রত
প্রিয় শিক্ষক অনন্য জ্ঞানের আধার
সকলের অতি প্রিয় মুখ
জনপ্রতিনিধি হিসেবেও সমধিক সুপরিচিত
 সজ্জন  সমাজসেবক
জনদরদী নেতা  সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব
 বীর  মুক্তিযোদ্ধা
বাবুরহাট উচ্চ বিদ্যালয় চাঁদপুর এর সাবেক
 সহকারী প্রধান শিক্ষক
আমাদের প্রিয় শিক্ষক  শহীদুল্লাহ স্যার
শহীদুল্লাহ মাষ্টার নামে খ্যাত
সমাজ পরিবর্তনের   অন্যতম লড়াকু সৈনিক
আমাদের বাতিঘর
চলে গেলেন বাতি নিভিয়ে দিয়ে চিরতরে
না ফেরার দেশে
স্যারের চলে  যাওয়ার দ্বিতীয়  মৃত্যুবার্ষিকীতে
বিনম্র শ্রদ্ধা জানাই
প্রিয় শিক্ষাগুরু ভাল থাকবেন পরপারে
বেহেশতে শান্তিতে।

ফোকাস মোহনা.কম