ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবৃত্তির পুরষ্কার বিতরণ শনিবার (৪ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন শিক্ষা বান্ধব সরকার প্রধান। তিনি যত দুর্যোগ ও অর্থনৈতিক পরিস্থিতি যই থাকুক না কেন কখনই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দিতে পিছপা হননি। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে গত ১৪ বছর ধরে ধারাবাহিক ভাবে ক্ষমতায় থেকে শিক্ষার ক্ষেত্রে তিনি আমুল পরিবর্তন এনেছেন। তার ছোঁয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ দৃষ্টিনন্দন ভবন দৃশ্যমান। শিক্ষার্থীরা যাতে আসা যাওয়ায় কষ্ট না পায় সেইজন্য শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের সড়কগুলোও পর্যায়ক্রমে পাকাকরণ করছেন। তাই অবকাঠামোগত উন্নয়ন আজ পুরো শিক্ষা ব্যবস্থায় ছাপ পড়েছে। এখন প্রয়োজন শিক্ষার মানোন্নয়ন। সরকার চেষ্টা করছে, এর সাথে তালমিলিয়ে শিক্ষক ও অভিভাবকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আমাদের শিক্ষার মানও অনেক ভাল হবে। শুধু জিপিএ-৫ দিয়ে মূল্যায়ন করলে চলবে না, প্রকৃত শিক্ষায় শিক্ষার্থীরা শিক্ষিত হচ্ছে কি না তা দেখতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের জন্য আমাদের মেধাবী ও প্রকৃত শিক্ষিত ছেলে মেয়ের প্রয়োজন।
সহকারি শিক্ষক শাখাওয়াত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড.নাজমুন নাহার অনি, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য নুরে আলম , আবু তাহের, সাবেক সদস্য মাও. ইউনুছ হোসেন এবং দক্ষিণ বড়ালি সপ্রাবির প্রধান শিক্ষক হাফেজ আহমেদ,পূর্ব বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহফুজুর রহমান। আলোচনা শেষে বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের এবং বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
ফম/এমএমএ/