স্মার্ট খেলোয়াড় তৈরির লক্ষে ফরিদগঞ্জ উপজেলা ইতিমধ্যে কাজ শুরু করেছে

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

চাঁদপুর:  ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে  ফরিদগঞ্জ উপজেলায় মাসব্যাপী ফুটবল  প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারি বিকেলে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এ. আর. পাইলট মডেল সরকারি  উচ্চ বিদ্যালয়ের মাঠে  চারটি বিদ্যালয়ের প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা  তাসলিমুন নেছা।
তিনি বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকার কাজ শুরু করেছে। স্মার্ট খেলোয়াড় তৈরির লক্ষে ফরিদগঞ্জ উপজেলা ইতিমধ্যে কাজ শুরু করেছে। বালক ফুটবল দলের পাশাপাশি প্রমিলা বালিকা  দলের প্রতিও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  খেলাধূলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল।তরুণ দের বেশি করে পড়ালেখার পাশাপাশি খেলায় মনোযোগী হতে হবে।মোবাইল ও মাদকের আসক্তি থেকে নতুন প্রজন্মকে বাচাতে ছাত্র ছাত্রী দের মাঠ মুখি হতে হবে।
তিনি আরো বলেন, এই মাসব্যাপী ফুটবল  প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমরা নতুন কোন রেজা পাটওয়ারী ও রাফি পাটওয়ারীকে খুজে পাব, তাই সকলে ভালো করে নিয়মিত পড়ালেখার পাশাপাশি খেলাধুলার অংশ নিতে হবে। বর্তমানে তরুণ প্রজন্মের অনেকেই মাঠে না এসে তারা মোবাইলে খেলেন। এটা থেকে আমাদের বের হতে হবে ও তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের মাঠ মুখি করতে বর্তমান সরকার কাজ শুরু করেছে।
ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইউসুফ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মোঃ নূর নবী নোমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ ও বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী।
উক্ত মাসব্যপী ফুটবল  প্রশিক্ষণের ২ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করবেন।সাবেক জেলা ফুটবল খেলোয়াড় ও বর্তমান ক্রীড়া সংগঠক জিয়া ও শারীরিক শিক্ষার শিক্ষক সুলতানা রাজীয়া।
 অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম