
চাঁদপুর: চাঁদপুরের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘চাঁদমুখ’ এর সাধারন সভা উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সংগঠনের ২০২২ বর্ষের কমিটি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের জোরপুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি চাঁদপুর মিলনায়তনে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠনের সদস্যদের উপস্থিতির মধ্যদিয়ে আনন্দ গনপরিবেশে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়।
এ সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের উপদেস্টা ও চাঁদপুর সরকারী কলেজের উদ্ভিত বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: কামরুল হাসান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক এইচএম জাকির হোসেন।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মহিউদ্দিন রাসেল, সংগঠনের সাবেক সহ-সভাপতি জাতীয় দৈনিক বানিজ্যিক প্রতিদিনের সম্পাদক রাসেদ শাহরিয়ার পলাশ,সহ-সভাপতি কবি ও সাহিত্যিক মো: ফরিদ হাসান,মো: মাসুদুর রহমান,সংগঠনের নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মো: ফিরোজ আলম প্রমুখ।
পরে সকলের সম্মতিক্রমে নব কমিটি ঘোষনা করা হয়।
ফম/এমএমএ/