স্বেচ্ছাসেবক লীগের সকল কার্যক্রমে আমরা সবাই এক অভিন্ন

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সভা 

চাঁদপুর:  ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ও ২৬ শে মার্চ মহান জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে   দলীয় কর্মসূচি সফল ভাবে সম্পন্ন  করার লক্ষ্যে  চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জরুরি সাধারণ সভা অনুষ্ঠানিত হয়েছে।
রবিবার (১৩ মার্চ)  বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এই সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্যানেল মেয়র এডভোকেট   হেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এডভোকেট হাবিবুর রহমান লিটু, আতাউর রহমান পাটওয়ারী , মাইন উদ্দিন আরিফ সুমন,ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, মাসুদুর রহমান পরান ,সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর পিন্টু সাহা, উপ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সফিক গাজী, উপ  ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমাম, শিহাব, কার্তিক ,জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান, সদস্য রুবেল ,আবু সায়েম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমরা অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসেছি। দীর্ঘদিন পর আমাদের স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি এসেছে। আমরা চাই আমাদের কার্যক্রম এর মধ্য দিয়ে যেন সারা দেশের মধ্যে মডেল সংগঠন হিসেবে পরিণত হতে পারি । আমরা একেক জন একেক নেতার অনুসারী হতে পারি কিন্তু স্বেচ্ছাসেবক লীগের সকল কার্যক্রমে আমরা সবাই এক অভিন্ন থাকবো। সবশেষ সভাপতি ১৭  মার্চ  ও ২৬ শে মার্চের কর্মসূচি ঘোষণা করেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম