বিজয় দিবসে ইউনাইটেড হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁদপুর:  মহান বিজয় দিবস উপলক্ষে  ইউনাইটেড হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত   চাঁদপুর শহরের আব্দুল করিম পাটোয়ারী রোডে অবস্থিত ইউনাইটেড হাসপাতালের নিচতলায়  এ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চাঁদপুর শহরের অভিজ্ঞ ডাক্তারগণ এই চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। এরা হলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃমোঃ ইফতেখারুল আলম, গাইনি ও মেডিসিন ডাঃজাকিয়া তাসনিম (মিম) এবং গাইনি সার্জন ডাঃশারমিন আলম।
এরা উভয়ই শতাধিক রোগীকে এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এ সকল রোগীরা শহর ও শহরতলীর বিভিন্ন  এলাকা থেকে এই চিকিৎসা সেবা নিতে ছুটে আসেন। এ সময় নারী ও শিশু  রোগীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।
এ বিষয়ে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুলতানা আক্তার সেতুর সাথে আলাপকালে তিনি জানান, আমরা অসহায় ও দুস্ত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছি।
প্রতিবছরই মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ বিশেষ দিনগুলোতে আমাদের আয়োজন অব্যাহতে থাকে। বিগত দিনেও আমরা আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রামের অসহায়  ও সাধারণ রোগীদের কথা চিন্তা করে এভাবেই বিনা মূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে আসছি । আশা করি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম