চাঁদপুর: চাঁদপুরে মহান স্বাধীনতা ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মুকবুল হোসেন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী এ,এস, এম রাশেদুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আতাউর রহমান প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবৃন্দ ও সাংস্কৃতিক শিল্পীবৃন্দ।
ফম/এমএমএ/