স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে বাকিলা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা 

চাঁদপুর: মহান স্বাধীনতার ৫০ বছর ও সুবর্নজয়ন্তী  উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বিদ্যালয়ের দ্বিথীয় তলায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে  ও সহকারি সিনিয়র শিক্ষক মাওঃমুজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃমিজানুর রহমান, সমাজ সেবক আঃখালেক, বোরখাল উচ্চ বিদ্যালয় ভাপতি হাবিবুর রহমান লিটন, বীর মুক্তিযুদ্ধা শাহজাহান বেনজির আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।
ফম/এমএমএ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম