স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চান্দ্রা ইউনিয়নে আলোচনা সভা

চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার  চান্দ্রা ইউনিয়ন পরিষদের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্মৃতিচারণ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান খান জাহান আলী কালু পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউপি সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক বাচ্চু মিয়া পাটওয়ারী।

বক্তব্য রাখেন  বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম (মনু খা)।

আরো বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি আবু ইউসুফ শেখ, ডাঃ লক্ষণ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ মোঃ আলমগীর হোসেন,যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মিয়া বাবু,ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সুফিয়ান বেপারী, ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন ইবু, ৩ নং ওয়ার্ড মেম্বার আলী আহমেদ কবিরাজ। এসময় উপস্থিত ছিলেন চান্দ্রা

ইউনিয়ন যুবলীগ সদস্য রাসেল পাটওয়ারী, ইউপি সদস্য আলমগীর হোসেন , শেখ মোঃ রুবেল, মিজান, আঃ কুদ্দুস পিন্টু সহ ইউপি নারী সদস্য, সাধারণ সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ এবং সুধি সমাজ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম