স্বর্গীয় প্রীতি রাণী ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

চাঁদপুর:  চাঁদপুর শহরের প্রীতি শিশু একাডেমি ও প্রীতি মিডিয়ার প্রতিষ্ঠিতা শ্রীমতী প্রীতি রাণী ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর )দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার দোল মন্দীরে এই শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রীতি ঘোষের অশোচান্ত শ্রাদ্ধে পৌরহিত্য করেন বাংলাদেশ বাহ্মন সংসদ চাঁদপুর জেলা শাখার সভাপতি পপণ্ডিত কালিপদ চক্রবর্তী। মহা পুরোহিত ছিলেন শ্রী নারায়ন চক্রবর্তী, গীতা পাঠক ছিলেন হামানকর্দী স্কুলের সহকারি শিক্ষক পলাশ চক্রবর্তী।

পরে এ উপলক্ষে প্রয়াতের আত্মার শান্তি কামনায় পুরাণবাজার দোল মন্দীরে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের প্রসাদ বিতরণ করা হয়।

এসময চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদব তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপালন চন্দ্র সাহা, বিশিষ্ট ব্যাবসায়ী পরেশ মালাকারসহ রাজনীতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বর্গীয় প্রীতি রাণী ঘোষের পরিবারবর্গের সকল সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য শ্রীমতী প্রীতি রাণী ঘোষ গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হৃদক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন। তিনি চাঁদপুর শহরের গুয়াখোলা ও জোড়পকুর পাড় নিবাসী প্রয়াত স্বর্গীয় সুখময় ঘোষের স্ত্রী। স্বর্গীয় প্রীতি রাণী ঘোষ পাক্ষিক চাঁদনগর পত্রিকার সম্পাদক সাবিত্রি রাণী ঘোষের মা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম