স্বরলীপি নাট্যগোষ্ঠীর আয়োজনে সম্প্রীতির বন্ধন উৎসবের চতুর্থদিন সম্পন্ন

ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর: চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্বরলিপি নাট্যগোষ্ঠীর আয়োজনে ও চাঁদপুরের মালিকানাধীন কক্সবাজারস্ত গ্যালাক্সি রিসোর্ট নিবেদিত সপ্তাহব্যাপী “সম্প্রীতির বন্ধন” উৎসবের চতুর্থদিন সোমবার ( ১৭ জানুয়ারি) বিকেল ৩টায় মোহন বাঁশি স্মৃতি সংসদের সহযোগিতায় শিশু চিত্রশিল্পীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের সভাপতি অজিত কুমার দত্ত।  প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিকেল ৪ টায় নতুন কূড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সঙ্গীত পরিবেশিত হয়।

সন্ধ্যায় চাঁদপুর শপ্তরূপা নিত্য শিক্ষালয়ের আয়োজনে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এদিন বাংলাদেশ কান্ট্রি ফিশিং বোট কেন্দ্রীয় কমিটির আহবায়ক শাহ আলম মল্লিক ও চাঁদপুর জেলা হোটেল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পরিচালক জাকির হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যা ৭টায় মনোমুগ্ধকর আধুনিক গান পরিবেশন করেন সিনিয়র শিল্পীর বৃন্দ।

রাত ৮টায় চাঁদপুর বর্ণচোরা নাট্যগোষ্ঠীর নাটক “খোয়াব-খোয়া” মঞ্চায়িত হয়। নাটকটির রচনায় অরুণ সরকার ও নির্দেশনায় দেবব্রত সরকার বিজয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বরলিপি নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এম আর ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক শেখ আল মামুন।

 মঙ্গলবার (১৮ জানুয়ারি) উৎসবের পঞ্চম দিন বিকেল সাড়ে তিনটায় চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম