স্বপ্নের ঠিকানা

—এস ডি সুব্রত
জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব তনয়া
সুযোগ্য উত্তরসূরী বাংলার নয়নের মনি
পিতার পথের পথিক হয়ে হাল ধরেছে
সোনার বাংলার দূখী জনতার শক্ত হাতে,
পিতৃমাতৃহারা দেশছাড়া সেদিনের কিশোরী কন্যা
আজ বাংলার জনতার প্রিয় অগ্নি কন্যা
পরিবার স্বজন সকল হারা শেখ হাসিনা
বাংলার অকুতোভয় সাহসী নেত্রী
ষোল কোটি মানুষের আজ স্বপ্নের ঠিকানা,
দুর্নীতি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে যার যুদ্ধ ঘোষণা
জঙ্গিবাদ দমনে যার অনন্য সাফল্যগাথা
নারীর ক্ষমতায়নের এক দুরন্ত অগ্রপথিক
বাংলার উন্নয়নে দূর্বার নির্ভীক পথচলা,
এক অসম সাহসী অকুতোভয় রাষ্ট্রনায়ক
জনকল্যাণে ব্যপৃত যার সরব পদচারনা
মানবিকতা বোধে জাগ্রত বিবেক সর্বদা
রাষ্ট্রৈর উন্নয়নে যার সকল স্বপ্ন সাধনা,
আজ ৭৫ তম শুভ জন্মবার্ষিকীতে
প্রাণঢালা শুভেচ্ছা হৃদয়ের গভীর থেকে
সত্যের পথে ন্যায়ের সাথে নিপীড়তদের পাশে
হোক তব পথচলা সুন্দর আগামীর পথে।
লেখক : কবি ও প্রাবন্ধিক,সুনামগঞ্জ।
০১৭১৬৭৩৮৬৮৮ ।

ফোকাস মোহনা.কম