চাঁদপুর : দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা) প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে হানারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার (২৩ মে) অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-গ্রুপ গঠন বিষয়ক সভা হানারচর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সনাকের সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাত্তার রাঢ়ী ।
প্রধান অতিথির বক্তব্যে হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাত্তার রাঢ়ী বলেন, সনাকের এধরনের উদ্যোগটি খুবই ভালো একটি উদ্যোগ। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। হানারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে যে এসিজি গ্রুপটি গঠন করা হবে আমি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। কমিটিতে যাদেরকে নেওয়া হয়েছে আমি মনে তারা অত্যন্ত ভালো মানুষ। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত।
তিনি বলেন, আমরা মূলত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। এসিজি গ্রুপ মূলত প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করে স্বাস্থসেবার মান উন্নয়নের জন্য কাজ করবে। এছাড়া হানারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। আমার কোন পুলিশি এ্যাকশন গ্রুপ নই। আমরা প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়নের লক্ষ্যে কাজ করি। যারা সচেতন, যাদের মধ্যে শুদ্ধাচার আছে, যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে আগ্রহী আমরা সেই সমস্ত মানুষদের নিয়ে এসিজি গঠন করেছি। আমরা প্রাথমিক পর্যায়ে একটি বড় তালিকা প্রণয়ন করেছি। তারপর যাচাই বাছাই সাপেক্ষে আমার আজ আমরা আপনাদেরকে নির্বাচন করেছি। আমরা আশা করছি আপনাদের সার্বিক সহযোগিতায় সনাক-চাঁদপুরের দুর্নীতিবিরোধী আন্দোলন আরও ত্বরান্বিত হবে।
সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া বলেন, আমরা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন তৈরি করতে এসেছি। সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। হানারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রিক এসিজি গ্রুপে আপনাদের মতো মানুষগুলোকে পেয়ে আমরা অনেকটা আশাবাদী। তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে পারলেই দুর্নীতি কমে যাবে। দুর্নীতির বিরুদ্ধে আরও বেশি জনসচেতনতা তৈরির জন্যই একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়। আর এই এসিজি গ্রুপ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে।
তিনি হানারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রিক ১৪ সদস্য বিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোঃ ইমাম হোসেন-কে সমন্বয়কারী এবং মাহবুবা আক্তার সোমা ও মোঃ ওমর ফারুক তালুকদার-কে সহ-সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়। গ্রুপের অন্য সদস্যরা হলেন, মোঃ মমিন হোসাইন রুবেল, মহি কর্মকার, মোঃ আলী আহাম্মদ, বাচ্চু বেপারী, আল আমিন মোল্লা, মোঃ মনির হোসেন, মোঃ নাছির গোলদার, পপি বেগম, নয়ন চন্দ্র দে, ফেরদৌসি বেগম ও শাকিল বেগ।
অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠনের লক্ষ্য, উদ্দেশ্য, এটা কি, কেন গঠন করা হবে এবিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র কোঅর্ডিনেটর মোঃ মাসুদ রানা।
তিনি বলেন, আমরা আইনের শাসন ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই। আজকে যারা এই গ্রুপের সাথে যুক্ত হওয়ার জন্য এসেছে তারা প্রত্যেকেই বয়সে তরুণ। দুর্নীতির বিরুদ্ধে একটি গণজাগরণ সৃষ্টির জন্য ১৯৯৬ সাল থেকে টিআইবি বাংলাদেশে কাজ করছে। সনাকের ও অংশীজনের পরামর্শে প্যাক্টা প্রকেল্প টিআইবি কয়েকটি খাতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে। তাদের মধ্যে হানারচর উপ-স্বাস্থ্য কেন্দ্র একটি।
তিনি বলেন, এসিজি গ্রুপ প্রতিষ্ঠানের সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তীতে ঐ প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য ভূমিকা পালন করবে। এসিজি গ্রুপের এসকল কার্যক্রম বান্তবায়ন করার জন্য সনাক-টিআইবি সব ধরণের সহযোগিতা করবে। তিনি এসিজি গ্রুপে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এছাড়াও বক্তব্য রাখেন হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনিস্টিটিউশনের প্রধান শিক্ষক মুনীর আহমেদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন, সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।
ফম/এমএমএ/