চাঁদপুর: বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের মো. মতি মিয়ার ছেলে মো. বাবুল হোসেন তার স্ত্রী-সন্তানের খোঁজ এখন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবস্থান করছেন। গত ২২ বছর পূর্বে বাবুল মানসিক রোগে অসুস্থ হয়ে পড়লে তার বাড়ি থেকে স্ত্রী রহিমা ওরফে রিতা ও তিন বছর বয়সী ছেলে রিফাতকে নিয়ে চলে আসেন।
বাবুল সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন গত ৭ থেকে ৮ বছর। এরপর স্ত্রী সন্তানের কথা মনে পড়ে। গত প্রায় তিন বছর মতলবের বিভিন্ন স্থানে খুঁজেও তিনি স্ত্রী সন্তানকে পাননি। যে কারণ বাবুল সোমবার (১৫ জুলাই) মতলব প্রেসক্লাবের সাংবাদিকদের নিকট আসেন। তার স্ত্রী সন্তানকে খুঁজে বের করতে গনমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
বাবুল হোসেন বলেন, আমি অসুস্থ হয়ে পড়লে সংসারের অভাব অনটনের মধ্যে আমার স্ত্রী সন্তানকে নিয়ে মতলবে চলে আসে। কিন্তু তাদের বাড়ির ঠিকানা আমার মনে নেই। মনে আছে স্ত্রী রিহমার পিতার নাম মৃত রজ্জব আলী, ভাই মোস্তফা একজন। আরো দুইজন আছে। আর কোন তথ্য মনে নেই। যদি কেউ আমার স্ত্রী ও সন্তানের খোঁজ পান তাহলে আমার ব্যাক্তিগত মোবাইল নম্বর (০১৭৩৫৯৪২৯১২) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি।