মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এই ভবনের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড.নুরুল আমিন রুহুল।
রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল এমপি বলেন, বর্তমান সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মদ্র্রাসা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। দেশের সকল শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়েও কাজ করছেন শেখ হাসিনার সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। আওয়ামীলীগ সরকারের সঠিক পদক্ষেপের ফলে শিক্ষার গুণগতমান এবং পরীক্ষার পাশের হার বৃদ্ধি পেয়েছে। সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর অবকাঠামোর উন্নয়ন করে যাচ্ছে।
রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, তথ্য ও গবেষণা বিষযক সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, সদস্য কাজী হাবিবুর রহমান, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহেদুজ্জামান সরকার ওয়াদুদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, মতলব ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মশিউর রহমান, ফতেপুর পশ্চিম ইউপির সদস্য অহিদুল আলম সরকার।
সভা পরিচালনা করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও ইউপির সদস্য মাসুদুর রহমান সরকার। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষকগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷