স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিন্ডেন্ট’স স্কাউট পেলেন কচুয়ার ছামী

কচুয়া (চাঁদপুর): ২০২৩ সালের বাংলাদেশ স্কাউটস্ এর সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলেন কচুয়ার সৈয়দ আরাফাত ছামী। সৈয়দ আরাফাত ছামী উপজেলার আন্দিরপাড় গ্রামের সৈয়দ আ: জব্বার বাহার ও ৪৯নং করইশ সপ্রাবি কাব স্কাউট গ্রুপের কাব স্কাউট লিডার মাকসুদা আক্তারের কনিষ্ঠ পুত্র।

বৃহস্পতিবার (২০মার্চ) বিকালে এ বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ স্কাউট কচুয়া উপজেলা। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুলের মোট ১৪জন স্কাউটার পিএস অর্জন করেছে। তার মধ্যে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৯জন, চাঁদপুর এম.এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ২জন, রহিমানগর হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১জন ও সানরাইজ মুক্ত স্কাউট দলের ২জন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড (পিএস) অর্জন করেছে।

জানা যায়, ২০২৫সালের ৩০ জানুয়ারি থেকে ১ফেব্রুয়ারি গাজীপুর মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন ক্যাম্প। যেখানে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষায় জাতীয় পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কাউটরা অংশগ্রহণ করে। এছাড়া দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষা দিয়ে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করতে হয়।

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পাওয়ায় সৈয়দ আরাফাত ছামী বলেন, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের জন্য আমি অনেক পরিশ্রম করেছি। এটি আমার স্বপ্ন ছিল। আমি ভবিষ্যতে স্কাউটিংয়ে আরও অনেকদূর এগিয়ে যেতে চাই।

কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ইউনিট লিডার মো: এমদাদ উল্যাহ (উডব্যাজ) বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের প্রতিষ্ঠানের ও উপজেলার সুনাম বয়ে এনেছে। শিক্ষার্থীদের অভিনন্দনের পাশাপাশি আমাদেরকে সার্বিক সহযোগিতা ও দিক-নির্দেশনা দেয়ার জন্য আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্যাহ ভূঁইয়া স্যার ও অন্যান্য শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, এটা অবশ্যই আনন্দের। উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি মুক্ত দলের মোট ১৪জন শিক্ষার্থী প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে। স্কাউটের নিয়ম নীতি ও প্রতিজ্ঞা মেনে চলার জন্য আহবান করছি এবং তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম