চাঁদপুর : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (কারিগরি) মোঃ মহসিন আলী বলেছেন, ডিজেল পরিবেশ দূষন করে, সৌর বিদ্যুৎ দিয়ে সেচ পাম্প চালালে পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবে। ডিজেলের উপর নির্ভরশীল না হয়ে সৌর বিদ্যুতের সেচ পাম্পের প্রতি সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। এটি লাভ জনক। সূর্য থেকে বিদ্যুৎ উৎপান হবে। এখানে বিদ্যুতের ঘাটতি নেই।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের হল রুমে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন সংক্রান্ত উদ্বুদ্ধকরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সৌর চালিত সেচ পাম্পের অতিরিক্ত বিদ্যুৎ বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। যেমন অটোবাইক চার্জ, মোটর চালান, ফ্যান চালানসহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। বিভিন্ন কাজে সৌর চালিত সেচ পাম্পের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার না করলেও নেট মিটারিংয়ের মাধ্যমে পল্লী বিদ্যুৎ ক্রয় করে নিবে। আমাদেরকে সোলারের উপর নির্ভর হতে হবে। বিদ্যুতের চাহিদা সব সময় থাকবে।
তিনি আরো বলেন, সৌর চালিত সেচ পাম্প পাঁচ বছর গ্যারান্টি থাকবে। আপনাদের সাথে আমাদের একটা চুক্তি থাকবে। কোন প্রকার হয়রানি হওয়ার সুযোগ নেই।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে এবং ইউপি সচিব আবু বকর মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চাঁদপুর (এসওডি) নির্বাহী প্রকৌশলী মো. ইদ্রিস আলী মিঞা, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো।
সৌর বিদ্যুতের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম এমএস মালিক মো. ইয়াহিয়া।
বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, মৈশাদী ইউনিয়ন ত্রান কর্মকর্তা খোকন চন্দ্র চক্রবর্তী।
ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পিইউসি সঞ্জিব কুমার বকশি, সহকারী জুনিয়ার ইঞ্জিনিয়ার (আইটি) মিল্টন নাইডু, ওয়ারিং ইন্সপেক্টর সোহেল রানা, গ্রাহক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/