
চাঁদপুর: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মো. মিজান (৪৮) মৃত্যুবরণ করেছেন (ইন্না…রাজিউন)।
বাংলাদেশ সময় সোমবার (২১ এপ্রিল) ভোররাতে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের পক্ষ নিহতের চাচাতো ভাই মানিক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মিজান জেলার ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের বাসিন্দা মৃত এরশাদ মিজির বড় ছেলে। তার এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
সৌদি আরবেই মিজানের কাছাকাছি বসবাস করেন মানিক হোসেন। তিনি জানান, প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক ২টার দিকে মিজান মালামাল লোড করে গাড়ি নিয়ে ফেরার পথে একটি দ্রুতগতির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিক আরও বলেন, খবর পেয়ে ভোরে হাসপাতালে গিয়ে দেখি ভাই আর বেঁচে নেই। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিজান গত প্রায় দুই দশক সৌদি আরবের আবহা শহরে বসবাস করছিলেন। তিনি নিজস্ব একটি পণ্যবাহী গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আড়ত থেকে সবজি সংগ্রহ করে খুচরা বাজারে সরবরাহ করতেন তিনি।
মিজানের আরেক চাচাতো ভাই ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ মোশারফ জানান, মিজান পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন। এর আগে তার ছোট ভাই আহসান (দ্বিতীয়) ক্যানসারে ও ছোট বোন বেবি আক্তার (সবার ছোট) অসুস্থতাজনিত কারণে মারা যান। তিন বছর আগে তাদের বাবাও মারা যান।
ফম/এমএমএ/