সৌদি আরবের জেদ্দা মহানগর যুবদলের অভিষেক

সৌদি আরবের জেদ্দা মহানগর জাতীয়তাবাদী যুবদলের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দা শহরের একটি কমিউনিটি সেন্টারে জেদ্দা মহানগর যুবদলের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেন জেদ্দা মহানগর জাতীয়তাবাদী যুবদল।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।
তিনি তার বক্তব্যের শুরুতে বলেন, জেদ্দা মহানগর যুবদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে তা অত্যন্ত শক্তিশালী, সুসংগঠিত ও তরুণ নির্ভর কমিটি। এমন একটি সুন্দর কমিটি উপহার দেওয়ায় যুবদলের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, প্রবাসী ভাইদের অধিকার রক্ষা ও প্রবাসী ভাইদের উন্নয়নে আমাদেরকে কাজ করতে হবে। দেশের মানুষের অধিকার রক্ষা, দেশের মানুষকে বাঁচাতে ও দেশ বাঁচাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।
জেদ্দা মহানগর যুবদলের সভাপতি চাঁদপুরের কৃতি সন্তান সোলায়মান হক ভুট্রোর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
জেদ্দা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিম কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, সৌদি আরব পশ্চিম বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সৌদি আরব পশ্চিম কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মান্নান, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আহমেদ, সৌদি আরব পশ্চিম কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের সহ সভাপতি তারেক খাঁন (রিপন), প্রধান উপদেষ্টা নাছির বেপারি, সাধারণ সম্পাদক ইউসুফ গাজী।
জেদ্দা মহানগর যুবদল কর্তৃক আয়োজিত অভিষেক অনুষ্ঠানে জেদ্দা মহানগর যুবদলের ১শ ৮১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দের পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে জেদ্দা মহানগর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও চাঁদপুরের প্রবাসী বিএনপি ও যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম