সোমবার ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলার নির্বাচন

চাঁদপুর:  উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন সোমবার  (৩০ জুন) অনুষ্ঠিত হবে।

চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় সকাল ১০ থেকে বেলা  ২ টা পর্যন্ত সংগঠনের ভোটাররা  তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন।

নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২৪ জুন ) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সোমবার ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনারের কাছে ১৫ টি পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন ২২ জন প্রার্থী।

নির্বাচন কমিশনারের দায়িত্ব রয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আলম পলাশ, সহকারী নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা ও মোঃ মাসুদ আলম।

মনোনয়নপদে দাখিল করা প্রার্থীরা হলেন-সভাপতি পদে চৌধুরী ইয়াসিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি পদে এস এম সোহেল ও কে এম সালাহউদ্দিন, সহ-সভাপতি পদে মাজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক পদে মোঃ শাওন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক-১ পদে মোঃ শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক-২ পদে সজীব খান ও মোহাম্মদ বাদশা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবদুর রহমান গাজী ও সাঈদ হোসেন অপু, কোষাধ্যক্ষ পদে শেখ আল মামুন ও মোহাম্মদ ইব্রাহিম খান , দপ্তর সম্পাদক পদে মানিক দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফাহিম শাহরিন কৌশিক ও মোঃ আনোয়ারুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমাম হোসেন গাজী , নির্বাহী সদস্য পদে এম এ লতিফ, সাইফুল আজম, মিজানুর রহমান লিটন, জামাল আহম্মেদ আখন্দ, অভিজিত রায় ও কে এম মাসুদ।

সভাপতি পদে চৌধুরী ইয়াসিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি পদে এস এম সোহেল, সহ-সভাপতি পদে মাজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক পদে মোঃ শাওন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক-১ পদে মোঃ শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক-২ পদে সজীব খান, দপ্তর সম্পাদক পদে মানিক দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমাম হোসেন গাজীর সাথে কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবদুর রহমান গাজী ও সাঈদ হোসেন অপু, কোষাধ্যক্ষ  পদে মোহাম্মদ ইব্রাহিম খান ও শেখ আল মামুন, দপ্তরপ্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফাহিম শাহরিন কৌশিক ও মোঃ আনোয়ারুল হক, নির্বাহী সদস্য পদে এম এ লতিফ, সাইফুল আজম, মিজানুর রহমান লিটন, অভিজিত রায় ও কে এম মাসুদের পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদের মধ্য থেকে প্রার্থীরা তাদের যোগ্য নেতাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম