সোমবার ছেংগারচর পৌরসভা নির্বাচন

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচন সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হবে। ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু করে ভোট গ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে মেয়র পদে ৪জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাগেছে, এই পৌরসভা নির্বাচনে ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩শ’ ৩৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার দুইজন এবং নারী ভোটার ১৬ হাজার ৩শ’ ৩৪জন।

নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন- নৌকা প্রতীকের আরিফ উল্যাহ সরকার, লাঙ্গল প্রতীকের মো. সেলিম মিয়া, নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার ও মোবাইল ফোন প্রতীকে ওয়াদুদ মাষ্টার।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তোফায়ের আহমেদ জানান, ছেংগারচর পৌরসভার ভোট গ্রহণের সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের কেন্দ্র হচ্ছে ১৬টি। শান্তিপূর্ণ নির্বাচন গ্রহনের লক্ষে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৭টি মোবাইল টিম, র‌্যাব, বিজিবি ও পর্যাপ্ত পরিমান পুলিশ এবং আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এদিকে নির্বাচন উপলক্ষে রবিবার (১৬ জুলাই) ছেংগারচর সরকারি ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে ব্রিফিং প্যারেডে করেছে পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ। তিনি নির্বাচনে দায়িত্বপালনকারী পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম