সেলিম মাহমুদের মায়ের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে কচুয়ায় আসছেন ৪০ বিশিষ্ট ব্যক্তি

কচুয়া (চাঁদপুর):  বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের রত্নগর্ভা মা শাহজাদি বেগম-এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে  শুক্রবার (১ এপ্রিল) কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্ৰি কলেজে স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী, এমপি, বিচারপতি, সচিব, ডিআইজি, ডিসি, এসপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ প্রায় ৪০ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ  উপস্থিত থাকবেন বলে ড. সেলিম মাহমুদের পারিবারিক সূত্রে জানা গেছে।
আগত সন্মানিত অতিথিবৃন্দ’রা হলেন,শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি এমপি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী ডা۔ এনামুর রহমান এমপি, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড۔ সামছুল আলম, সুপ্রিম কোর্টের বিচারপতি খসরুজ্জামান, বিচারপতি মহিউদ্দিন শামীম, স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন, তথ্য সচিব মকবুল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ সবুর, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য গোলাম রাব্বানী চিনু, আজিজুস সামাদ ডন,সাবেক রেল মন্ত্রী মুজিবুল হক এমপি, লক্ষীপুরের সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষীপুর-রায়পুরের সংসদ সদস্য আনোয়ার খান, বরুড়ার সংসদ সদস্য নজরুল ইসলাম,  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মশিউর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মঈনুদ্দিন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান ও উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাকসুদ কামাল,  বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষের চেয়ারম্যান ড۔ শাহজাহান মাহমূদ, বাংলাদেশ বিমান এর চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহেল, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, ফেনির জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, লক্ষীপুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি, চাঁদপুরের এর ডিসি অঞ্জনা খান মজলিশ ও এসপি মিলন মাহমুদ। কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল তাহের, চাঁদপুরের জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন ভূইয়াঁ প্রমুখ। এছাড়াও সরকারের উর্ধতন কর্মকর্তা আসার কথা রয়েছে।
এ উপলক্ষ্যে কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্ৰি কলেজের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সুশীল সমাজের লোকজন উপস্থিত থাকার জন্য বিশেষভাবে দাওয়াত করেন।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম