সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ : চাঁদপুরে প্রতিযোগিতা

চাঁদপুর:  শনিবার (৫ জুলাই ) চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে রেলওয়ের লেকে সকাল ৮ টায় আনুষ্ঠানিক উদ্বোধন হবে দিনব্যাপী সেরা  সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫  প্রতিযোগিতা।

কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌ বাহিনীর  সার্বিক সহযোগিতায় তৃণমূল থেকে প্রতিভাবান শিশু কিশোরদের আগামীর জন্য দেশের ক্রীড়া সম্পদ হিসেবে গড়ে তোলার  পরিকল্পনার হিসেবে সুইমিং ফেডারেশন এই আয়োজন করে।

জানাগেছে, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা নোয়াখালী,  ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুরসহ মোট ৬টি  জেলার এ প্রতিযোগীরা সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিবে।

সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতা শুরু হলেও দুপুর বারোটার দিকে অতিথিবৃন্দের মাধ্যমে বিজয়ী সাঁতারুদের মাঝে  ইয়েস কার্ড  প্রদান করা হবে। এখন শুধু অপেক্ষার পালা। বিজয়ী  হয়ে কারা পাচ্ছেন ইয়েস কার্ড আর কারা হচ্ছেন আগামীর ক্রীড়া সম্পদ।

অভিভাবকরাও সন্তানদের প্রতিযোগিতায় সেরা হওয়ার প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ক্ষুদে সাঁতারুরাও তাদের সেরাটা প্রদর্শনের জন্য অপেক্ষা করছেন। সব মিলিয়ে চাঁদপুরের  এ আয়োজন শিশু সাঁতারুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আয়োজকরা জানান, ৯-১১ বছর বয়সী এবং ১২-১৫ বছর বয়সী  সাঁতারুরা  ২ টি  গ্রুপে এ প্রতিযোগিতায় অংশ নিবে।

এদিকে এ প্রতিযোগিতাকে  ঘিরে চাঁদপুরের ক্রীড়া  অঙ্গনে  ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন ক্রীড়া সংগঠন,  সংগঠক ও ক্রীড়ামোদীরা  এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। বিভিন্নভাবে অর্থাৎ সার্বিকভাবে চাঁদপুরের ক্রীড়া অঙ্গনের  দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্য অখুন্ন রাখতে চাঁদপুরের প্রশাসন সোচ্চার এবং প্রতিযোগিতা সম্পূর্ণ করতে সার্বিক সহযোগিতা করে আসছেন। ফলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে শুরু হচ্ছে আজকের এই আয়োজন।

আয়োজনে বিষয়ে বাংলাদেশ  সুইমিং ফেডারেশনের দু’বারের নির্বাচিত   সাধারণ সম্পাদক ও চাঁদপুরের কৃতি সন্তান মাহবুবুর রহমান শাহীন  অনুষ্ঠানটি অর্থাৎ এই প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করার জন্য চাঁদপুরের সর্বস্তরের সচেতন নাগরিক ও প্রশাসনের সার্বিক সহযোগিতা করেছেন ।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন আরো বলেন,   আমাদের আয়োজনে বা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২৫ইং সহযোগিতায় রয়েছেন বাংলাদেশ নৌবাহিনী।

তিনি আরো বলেন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ইতিহাসে এটি একটি  মাইলফলক কর্মসূচি।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম