আগামী কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূলে অনেক সম্মেলন। ঈদের কয়েক দিন আগেই বৈঠক করে খুলনা বিভাগের চার জেলা, চট্টগ্রাম বিভাগের ১৮ উপজেলা ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিভাগের আরো কয়েকটি জেলায় সম্মেলন আয়োজনের প্রস্তুতির কাজ চলছে। প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৯ মে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা, ১৩ মে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা, ১৪ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধিসভা, ১৮ মে নোয়াখালী জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমন্বয় সভা এবং ১৯ মে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
জুন ও সেপ্টেম্বরে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মেলন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন গণমাধ্যমকে বলেন সম্মেলনের তারিখগুলো নিশ্চিত করেন। শুক্রবার তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের জেলা, উপজেলা ছাড়াও অন্য ইউনিটগুলোর সম্মেলনের প্রস্তুতির কাজ চলছে। ১৫ জুনের মধ্যে সব মেয়াদোত্তীর্ণ ওয়ার্ড এবং ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করা হবে।-সূত্র: দৈনিক কালের কন্ঠ অনলানই।
ফম/এমএমএ/