সেনাবাহিনীর অবস্থান থাকলেও কার্যক্রম শুরু হয়নি চাঁদপুর সদর মডেল থানায়

চাঁদপুর : সীমিতভাবে দেশের অধিকাংশ থানার কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানার কার্যক্রম শুরু হয়নি। তবে গত তিনদিন আগ থেকেই চাঁদপুর সদর মডেল থানায় সেনাবাহিনী অবস্থান করছেন।

রোববার (১১ আগস্ট) বিকেলে থানায় গিয়ে দেখা যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলমসহ সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

শেখ হাসিনা পদত্যাগের পর থেকে চাঁদপুর সদর মডেল থানায় দুর্বৃত্তরা আক্রমণ করার চেষ্টা করলেও তা সফল হয়নি। চাঁদপুরের রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে থানার হেফাজতে অনেকে এগিয়ে এসেছেন।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় দায়িত্ব পালন করতে গিয়ে থানার ওসি মো. শেখ মুহসীন আলমসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তারা সকলেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের নামসহ ইতোমধ্যে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।

তবে আজ সকাল থেকেই থানা এলাকার কিছু সেবা প্রার্থী এসেছেন তাদের অভিযোগ নিয়ে। কিন্তু কার্যক্রম শুরু না হওয়ায় সেনাবাহিনীর সাথে কথা বলে চলে যান।

থানায় অবস্থানরত একজন সেনাকর্মকর্তা জানান, সেনাবাহিনীর সহযোগিতায় চাঁদপুরের ৮টি থানার মধ্যে মতলব উত্তর ও কচুয়া ছাড়া ৬টির কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবগুলোই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম