‘সৃষ্টির ইতিহাসে আজকের আলোচ্য তিন দিবসই খুবই ওতপ্রোতভাবে জড়িত’

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক কামরুল হাসান। ছবি: ফোকাস মোহনা.কম।
চাঁদপুর : ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বলেন, সৃষ্টির ইতিহাসে আজকের আলোচ্য ৩ দিবসই খুবি ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবাই মিলে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এ কর্মসূচিগুলো আমরা গ্রহণ করবো। জাতীয় প্রোগ্রাম এবং এর বাহিরেও আমরা নতুন নতুন কিছু কর্মসূচি যোগ করেছি। আসন্ন ২৬ মার্চের কর্মসূচি পবিত্র রমজান মাসে হওয়াতে আমরা কিছু প্রোগ্রাম সংযোজন ও বিয়োজন করেছি। রমজানের আগে আমরা যেটুকু করতে পারবো তা করার জন্যে কোন প্রকার কার্পণ্য থাকবে না।
জেলা প্রশাসক বলেন, ১৭ মার্চ জাতীয় শিশু দিবসের দিন সকালে আমরা হাসান আলী সপ্রাবির মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হবে।
জেলা প্রশাসক ২৬ মার্চের কর্মসূচির অংশ হিসেবে বলেন, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে পুষ্পস্তবক করা হবে। এবার সংক্ষিপ্ত পরিসরে কুচকাওয়াজ করা হবে। রমজান মাস থাকার কারণে ডিসপ্লে করা হবে না। আলোচনা সভা হবে বিকালে ইফতার সময়ে। স্বল্প পরিসরে খেলাধুলার আয়োজন করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম প্রমূখ।
ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম