সৃষ্টিকর্তার দান

—-ফারজানা আক্তার
করিলেন সৃষ্টি
  তাতে দিলেন প্রাণ,
কি করেননি তিনি
  হে মানব সন্তান।
নিঃস্ব এ দেহে
  করিলেন প্রাণের সঞ্চার,
কি করেননি তিনি
      হে মানব সন্তান।
ক্ষুধা মিটাতে
  দিয়েছেন আহার,
কি করেননি তিনি
  হে মানব সন্তান।
জগতে চলতে
  দিয়েছেন পঞ্চ ইন্দ্রিয়,
কি করেননি তিনি
    হে মানব সন্তান।
দ্বীনের পথ দেখাতে
  দিয়েছেন নবী মুহাম্মদ(সঃ),
কি করেননি তিনি
      হে মানব সন্তান।

ফোকাস মোহনা.কম