সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সোমবার বিকেলে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবিব অরুন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন টিটুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক এবং সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার নির্বাহী সম্পাদক জাহিদ হাছানের পরিচালনায় ও অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য মো. আবদুল গাফ্ফার, অভিভাবক সদস্য আবু তাহের পাটওয়ারি, মো. আমির হোসেন, জামসেদ আলম, মো. জহিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সংরক্ষিত অভিভাবক সদস্য সেলিনা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি উত্তম কুমার দেবনাথ, মো. শাহাদাত হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রহিমা আক্তার।

আলোচনাসভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম